করোনা আবহে দক্ষিণেশ্বর মন্দিরে বন্ধ থাকছে কল্পতরু উৎসব। বন্ধ থাকবে সিংহ দুয়ার। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিনের পুজো হবে। কিন্তু উৎসব হবে না। নতুন বছরের শুরুতে দক্ষিণেশ্বর মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। পুজোর লাইন চলে যায় একেবারে বালি ব্রিজের ওপর পর্যন্ত। করোনা বিধি মেনে এই ভিড় সামলান বড় সমস্যা বলে মনে করছে মন্দির কতৃপক্ষ। দূরত্ব বিধি মানা তো কোনওভাবেই সম্ভব নয়। তাই এবার বন্ধ রাখা হচ্ছে কল্পতরু ইৎসব।